উলটপুরাণ! বিধায়ক সুনীল সিং-কে নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার

0
91

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সোমবার রাত থেকেই নোয়াপাড়া বিধানসভার বিধায়ক সুনীল সিং এর জন্য রাজ্য সরকারের নিরাপত্তার ব্যবস্থা করল তৃণমূল। তাই আশা করা যাচ্ছে এই বিধায়ক সহ বনগাঁর বিধায়কও আজ কালের মধ্যেই তৃণমূলে যোগদান করতে পারেন। তাই নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে ধরতে চলেছে ভাঙন বলে মনে করছে তৃণমূল শিবির। গতকাল নোয়াপাড়া ও বনগাঁ উত্তরের বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে সেই জল্পনা।

sunil singh | newsfront.co
নিজস্ব চিত্র

মুখে কিছু না বললেও যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। তাই গতকালই রাতারাতি দুই বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়রা। যদিও বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি বিধায়কেরা। এদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, দলের সঙ্গে কথা বলেই নাকি ওই দুই বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় প্রায় ২০ মিনিট কথা বলেন।

সোমবারই ছিল বিধানসভা অধিবেশনের শেষদিন। ওইদিন শুরুতেই দেখা গেল সৌজন্যের ছবি। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সূত্রের খবর, মমতা নাকি তাঁকে কোনও বিষয়ে ভাবনাচিন্তার কথা জিজ্ঞাসা করেন। তবে কোন বিষয়ে ভাবনার কথা বলেন, তা স্পষ্ট নয়। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর ফের চমক। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যেতে দেখা যায় নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসকে। সঙ্গে উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব। ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিকেরা। যদিও একসঙ্গে বৈঠকে থাকার বিষয়টি উড়িয়ে দেন জ্যোতিপ্রিয়।

আরও পড়ুনঃ দেওয়াল তর্জায় তপ্ত বালুরঘাট

প্রায় ২০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন দুই বিজেপি বিধায়ক। যদিও তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজের বিষয়ে কথা হয়েছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। নির্বাচনী বিধি লাগু হবে। সেক্ষেত্রে এই স্বল্প সময়ের মধ্যে উন্নয়ন কার্যত অসম্ভব। তাই কেন এখন উন্নয়ন নিয়ে কথা বললেন দুই বিধায়ক, উঠছে সেই প্রশ্ন।

আরও পড়ুনঃ পথের দাবিতে অবরোধ ধূপগুড়িতে

এই সাক্ষাৎ নিয়ে আপাতত রাজনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন। একসময় দু’জনেই তৃণমূল বিধায়ক ছিলেন। কয়েকদিন আগে দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অর্জুন সিংয়ের আত্মীয় সুনীল ও বিশ্বজিত দাস। তবে কি ভোটের আগে ফের ঘাসফুল শিবিরেই ফিরছেন তাঁরা, সেই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here