শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েও বাড়িতে ঠিক মত যত্নে না থাকলে ফের করোনা আক্রান্ত হয়ে পড়তে পারেন রোগী। তাই এবার কোভিড হাসপাতালের সঙ্গে সমন্বয়ে উপসর্গহীন রোগীকে সেফ হোমে রাখার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। সেফ হোমের পর বাড়ি যাওয়ার অনুমতি পাবেন রোগী।
প্রসঙ্গত, রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোয় ৮০ শতাংশ সুস্থতা পৌঁছে গেলেও করোনা রোগীদের সম্পূর্ণ সুস্থ করে বাড়ি না পাঠালে সুস্থতার গ্রাফ উলটো পথে হাঁটতেই পারে। আর বাড়ির পরিস্থিতি ঠিক না থাকলে উপসর্গহীন অর্থাৎ সুস্থতার দিকে যাওয়া করোনা রোগী ফের অসুস্থ হতেই পারেন।
আরও পড়ুনঃ নারদকান্ডে ইডি দফতরে নথি দিতে হাজির অপরুপা পোদ্দারের স্বামী
তাই স্বাস্থ্য দফতরের প্রোটোকল মনিটরিং দলের পর্যবেক্ষণের ভিত্তিতে রাজ্যের সবক’টি সরকারি-বেসরকারি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের তিনটি বিষয় মেনে চলার কথা বলা হয়েছে। প্রথমত, রাজ্যের প্রতিটি ‘সেফ হোম’ একটি কোভিড হাসপাতালের সঙ্গে যুক্ত থাকবে। ‘সেফ হোমে’ র কোনও রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কোভিড হাসপাতালে নিয়ে যেতে হবে। আবার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন কোনও রোগীর উপসর্গের মাত্রা কমলে তাঁকে ‘সেফ হোমে’ এনে রাখার ব্যবস্থাও করতে হবে। হাসপাতাল এবং সেফ হোমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দল নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রোগীর শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে তাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করবেন।
দ্বিতীয়ত, মৃদু উপসর্গযুক্ত এবং উপসর্গহীন করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা যেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে বাড়িতে আইসোলেশনে থাকার মতো পর্যাপ্ত জায়গা থাকতে হবে। আক্রান্তের পরিচর্যার জন্য সর্বক্ষণের লোক (কেয়ারগিভার) থাকতে হবে, তা-ও নিশ্চিত করার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ ‘ম্যায় হুঁ না’ পোস্টারের পাল্টা রাজ্যপালের টুইট ‘ম্যায় ভি হুঁ না’
তৃতীয়ত, প্রত্যেক হাসপাতালের মেডিকেল টিম কে করোনা রোগীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। করোনা রোগীর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা নিয়মিত নজরদারিতে রাখতে হবে। করোনার প্রধান উপলক্ষই হল,হঠাৎ করে অক্সিজেনের মাত্রা নেমে গিয়ে রোগীর জীবন মরণের সমস্যা হতে পারে তাই নজরদারিতে ক্রটি থাকলে সুস্থ হয়ে ওঠা রোগী ফের অসুস্থ অথবা মৃত্যুর মুখোমুখি হতে পারেন। তাই বিশেষ নজরদারি রাখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584