নতুন বছরে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি

0
95

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রাজ্যের উচ্চশিক্ষা দফতর নতুন বছর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল। বেতন বাড়ানোর এই নির্দেশিকা সোমবার প্রকাশ করা হয়।

গত ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নতুন বেতন কাঠামো চালু হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। জানানো হয়েছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাঁদের বেসিক পে-র উপর তিন শতাংশ বেতনবৃদ্ধির টাকা পাবেন ২০১৬-২০১৯, এই চার বছরের হিসেবে।

west bengal higher education department increase salary of teachers | newsfront.co
প্রতীকী চিত্র। চিত্র সৌজন্যঃ ডেকান ক্রনিকাল

এদিকে নতুন নির্দেশিকা অনুযায়ী ইউজিসি-র সপ্তম বেতন ভাতা ১ জানুয়ারি ২০১৬ থেকে কার্যকরী করার কথা ছিল। কিন্তু তা এখনও কার্যকরী না হওয়ায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দুটি শিক্ষক সংগঠন।

আরও পড়ুনঃ বর্ষবরণের রাতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

তবে শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকের তরফে জানানো হয়েছে, মমতা বন্দোপাধ্যায় এর মধ্যেই স্পষ্ট জানিয়েছেন, ২০১৬ থেকে বর্ধিত বেতন ভাতা কার্যকর হবে না। তা কার্যকর হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। পাশাপাশি জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত তাঁদের বেসিক বেতনের তিন শতাংশ করে বৃদ্ধির টাকা তাঁরা পাবেন।’

আরও পড়ুনঃ বাড়ি বানাতে লাগবে না কোনও ‘প্ল্যান’, নতুন নিয়ম কলকাতা পুরসভার

‘অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন’ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইউজিসির সপ্তম বেতনক্রমের সঙ্গে নতুন নির্দেশিকার কোনও মিল নেই। তাদের দাবি, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ওই বেতনক্রম চালু করতে হবে। সমস্ত এরিয়ার দিতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের পথে নামবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here