শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, জানা যাবে এই ওয়েবসাইটগুলিতে

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফেব্রুয়ারিতে পরীক্ষা হলেও করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরেই আটকে ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। অবশেষে আগামীকাল ৭ আগস্ট এই ফলাফল প্রকাশ করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ করা হলেও পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন দুপুর আড়াইটে থেকে।

Result out | newsfront.co
প্রতীকী চিত্র

যেসব সাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। ফলাফল ও rank জানার পর ছাত্রছাত্রীরা তাদের rank কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন।

উল্লেখ্য, এবছর ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অন্য বছরের তুলনায় আগেই পরীক্ষা নেওয়া হয়, কারণ সারাদেশে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষায় বসতে যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের অসুবিধা না হয়।

আরও পড়ুনঃ এখনই বাতিল নয় জেক্সপো, জানাল কারিগরি শিক্ষা সাংসদ

কিন্তু লকডাউনের জেরে থমকে যায় গোটা দেশ। তাই অন্য পরীক্ষাগুলি ফলাফল প্রকাশ করলেও এই পরীক্ষার ফলাফল দীর্ঘদিন ধরে আটকে রাখে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অবশেষে ৬ মাস পর ৬ মাসের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড। সূত্রের খবর, এবার কাউন্সেলিংও হবে অনলাইনে। এ বছর ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকায় বসেছিলেন ৮৮,৮০০ পরীক্ষার্থী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here