নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সম্প্রতি করোনা আবহের মধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। এবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফল। আগামী ৭ আগস্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০২০-র রেজাল্ট। শনিবার একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ফলপ্রকাশের সময় পরে জানাবে জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল। এমনটাই জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সের ফলও প্রকাশিত হবে অনলাইনে। করোনা পরিস্থিতির জেরে এবার পরীক্ষার ৬ মাস পর ফল প্রকাশ হল।
আরও পড়ুনঃ নাগরিক ক্ষোভ প্রশমনে ভালো কাজ করায় পুরস্কৃত পশ্চিমবঙ্গ সরকার
এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার গোটা কাউন্সিলিং প্রক্রিয়া হবে অনলাইনে। ফলে ছাত্র বা অভিভাবকদের কোথাও যেতে হবে না। তবে কবে থেকে ক্লাস শুরু হবে, সেই বিষয়ে এখনও কিছু জানাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584