পশ্চিমবঙ্গ অসুরক্ষিত মন্তব্য দিলীপের

0
41

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশ জুড়ে “ম্যায় ভি চৌকিদার” নামক প্রোগ্রামের সুচনা করতে চলেছেন।এই প্রোগ্রামের মাধ্যমে গোটা দেশের ৫০০ জায়গার প্রায় ১০ কোটি মানুষ সরাসরি যুক্ত হবেন মোদী জীর সঙ্গে।

West Bengal unsafe comment Dilip
নিজস্ব চিত্র

আজ পশ্চিম মেদিনীপুরের লোধাস্মৃতি ভবনে এক সাংবাদিক বৈঠকে মোদী জীর এই নতুন প্রোগ্রামের কথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।দিলীপ বাবু বলেন, ‘এই প্রোগ্রাম শুরু করার উদ্দেশ্য একটাই, দেশের ১২৫ কোটি মানুষ চৌকিদার হয়ে দেশ,দেশের সীমানা,দেশের অর্থনীতি,দেশের সংস্কৃতিকে রক্ষা করে।পশ্চিম বাংলারও সাড়ে ৯ কোটি মানুষ চৌকিদার হয়ে পশ্চিম বাংলাকে পাহারা দিন।’ তিনি বলেন, ভারতের মধ্যে সব থেকে অসুরক্ষিত জায়গা হল পশ্চিমবঙ্গ।তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরে সমস্যা চলছে ঠিকই,কিন্তু সেখানে খুব ছোট জায়গা দিয়ে জঙ্গীরা ঢুকে গন্ডগোল করছে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে ২২২৫ কিমি সীমানা আছে,যার মধ্যে এক হাজার কিমি র বেশী সীমানা অসুরক্ষিত।যেখানে কোনো কাঁটাতার নেই।

আরও পড়ুনঃ পাঁচন,নকুল দানার পর লেবু জলের নিদান অনুব্রতর

রাজ্য সরকারের অসহযোগীতার ফলে সেখানে কাঁটা তার দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।শাসক দলের বিরুদ্ধে এদিনও ক্ষোভ উগরে দেন তিনি।ভোট প্রচারে নেমে এযাবৎ রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here