মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু রাজ্যের পিছু ছাড়েনি বৃষ্টি। রাত ও ভোরের দিকে শিশিরে ভিজছে শহর। হেমন্তের আগমনে রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, বর্ষা বিদায় নেওয়ার পরেই উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসতে শুরু করেছে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় কিছুটা কমল সংক্রমণ, মৃত্যু হয়েছে ৪৪৩ জনের
পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন হেমন্তের হাওয়া অনুভূত হবে। রাতে ও সকালের দিকে অনুভূত হবে হালকা শীতের আমেজ। যদিও দিনের বেলায় তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস। তবে মালদা ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুনঃ পুজো কাটতেই বাড়ছে সংক্রমণ! হাওড়া ও হুগলীতে ঘোষণা কন্টেনমেন্ট জোন, কঠোর নাইট কারফিউ
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584