নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নভেম্বর মাসের শুরুতেই ঠান্ডা হাওয়ার ধাক্কায় ফ্যানের সুইচ অফ হয়েছে। প্রথম থেকেই রাজ্যের বুকে স্বমহিমায় বিরাজ করছে শীত। কলকাতা-সহ গোটা রাজ্যে আরও নামল পারদ। বেলা গড়ালে ঠান্ডা ভাব খানিকটা উবে গেলেও ভোর বা রাতের দিকে ভালই শীতের আমেজ গায়ে মাখছেন বঙ্গবাসী।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৯.১ ডিগ্রি সেলিসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলাতেও হু হু করে নামছে পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা হাওয়া বইছে, কুয়াশা মোড়া সকাল শীতের আভাস দিচ্ছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৮.৮ ডিগ্রিতে।
আরও পড়ুনঃ খড়্গপুর ডিভিশনের লোকাল ট্রেনের সময়সূচি চূড়ান্ত করল রেল কর্তৃপক্ষ
অন্যদিকে, শ্রীনিকেতেনে পারদ নেমে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৭.৮ ডিগ্রিতে। আসানসোলে পারদ নেমেছে ১৬.৭ ডিগ্রিতে।পানাগড়ে পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুনঃ সোনার বাংলা গড়তে সাহায্য করুন-পদ হারানো রাহুলকে নির্দেশ শাহর
কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584