শনিবার পর্যন্ত মেঘলা আকাশ, কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা

0
83

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

জানুয়ারির শুরুতেই শীতের চেহারাটা একদম অন্যরকম হয়ে গেল গোটা পশ্চিমবাংলায়। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়ে চলেছে। দক্ষিণ ২৪ পরগণা-সহ পশ্চিমের কিছু জেলায় ঝিরিঝিরি বৃষ্টি চলছে। আবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হয়েছে।

west bengal will continue to get rain | newsfront.co
চিত্র সৌজন্যঃ স্কাইমেট ওয়েদার।

শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ সেতু তৈরির শিলান্যাস ফালাকাটায়

তবে সারাদিন মেঘলা আবহাওয়া থাকলেও শীত এমন কিছু বাড়েনি। শনিবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে জানা গিয়েছে৷ শনিবারের পর মেঘলা আকাশ কেটে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। তবে শীত আরও জাঁকিয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ৯.৩ মিলিমিটার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here