খেলাধুলাঃ-
প্রীতি ম্যাচেও বিশ্ব জয় করল ওয়েস্ট ইন্ডিজ।আইসিসি আয়োজিত প্রীতি ম্যাচে বিশ্ব একাদশকে ৭২ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ । আগেব্যাট করে এভিন লুইস , মারলন স্যামুয়েলস এবং দিনেশ রামদিনের ঝড়ো ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৯৯ রানের বিশাল স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
দুশো রানের টার্গেট তাড়া করতে নেমে ১২৭ রানে অলআউট হয়ে যায় বিশ্ব একাদশ। বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন শ্রীলঙ্কার থিসেরা প্যারেরা।
২০০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে মাত্র ৮ রানে দলের চার ব্যাটসম্যান তামিম ইকবাল, লুক রনকি, দীনেশ কার্তিক ও স্যাম বিলিংসের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বিশ্ব একাদশ আর খেলায় ফিরতে পারেনি।
গত বছরের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামের সংস্কার কাজের তহবিল গঠনের জন্য এই চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন।
লর্ডসে অনুষ্ঠিত আইসিসির চ্যারিটি ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বিশ্ব একাদশের ক্যাপ্টেন তথা আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা শাহিদ আফ্রিদি।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমনাত্নক ব্যাটিং করেছেন ইভিন লুইস। ২৬ বলে ৫ চার ও পাঁচ ছক্কায় ৫৮ রান করে ফেরেন তিনি। রশিদ খানের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
রশিদ খানের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ২২ বলে চার ছয় এবং দুই চারের সাহায্যে ৪৩ রান করেন স্যামুয়েলস।
শেষ দিকে ২৫ বলে তিন ছয় এবং তিন চারের সাহায্যে ৪৩ রান করেন রামদিন। এছাড়া ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।
ছবি সৌজন্যে-আইসিসি টুইটার আ্যাকাউন্ট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584