স্পোর্টস ডেস্কঃ
লুইসের অতিমানবীয় ইনিংসে সিরিজ জেতা হলনা বাংলাদেশের।২-১এ টি-টোয়েন্টি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

আজ টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। লুইসের মাত্র ৩৬ বলে ঝোড়ো ৮৯ ও হোপের ১২ বলে ২৩ রানের সুবাদে অনবদ্য ম্যাচের ৫ ওভারেই ৭৬ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পরে বাংলাদেশের বোলারদের কামব্যাকে শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৯০ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশের হয়ে সাকিব, মুস্তাফিজুর ও মাহামুদুল্লাহ ৩ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও লিটন আউট (২৫ বলে ৪৩)হওয়ার পর মাঝপথেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৭ ওভারেই ১৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিমো পল ৪ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।(ফিচার ছবি-https://twitter.com/MrCricketTipste/status/1076669034081468416?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584