স্পোর্টস ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজ তাদের ব্যাটিং ও বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখে তিন দিনের মধ্যেই অ্যান্টিগুয়া টেস্টে জয়লাভ করল, সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজও। অধিনায়ক হোল্ডার ও কিমার রোচের বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ১০ উইকেটে সহজ জয় পায়।
দ্বিতীয় দিনের শেষে স্টুয়ার্ট ব্রড এক বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের আশা করেছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পেস ত্রয়ী তার সে আশায় জল ঢেলে দেয়। জস বাটলার সর্বোচ্চ ২৪ রান করেন। হোল্ডার ও আজারির প্রাথমিক ধাক্কার পর ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া কিমার রোচ ইংল্যান্ডকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রথম ইনিংসঃইংল্যান্ড:- ১৮৭/১০(মইন আলী ৬০, কিমার রোচ ৩০-৪);ওয়েস্ট ইন্ডিজ:-৩০৬/১০(গায়েন ব্রাভো ৫০, মইন আলী ৬২-৩)
দ্বিতীয় ইনিংসঃইংল্যান্ড:-১৩২/১০(জস বাটলার ২৪, হোল্ডার৪৩-৪, কিমার রোচ ৫২-৪);ওয়েস্ট ইন্ডিজ:- ১৭/০
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584