শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
শারজার উইকেটে ১৪২ রান তাড়া করাটা খুব সহজ ছিল না। কিন্তু অসম্ভবও ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ রান তাড়াটা কঠিনই করে তুলল বাংলাদেশের জন্য। গ্যালারি ভর্তি দর্শকের সমর্থনও অনুপ্রেরণা, ক্যারিবিয়ানদের বাজে ফিল্ডিং, বাজে বোলিংও অনুপ্রেরণা হতে পারেনি মাহমুদউল্লাহদের জন্য। জয়ের খুব কাছে পৌঁছেও লক্ষ্য থেকে দূরে ৩ কদম দূরে থামেন বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তৃতীয় ম্যাচে হেরে বিদায় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে হারটা ৩ রানের।
আজ শারজার ক্রিকেট গ্রাউন্ডে দিনের খেলায় সুপার টুয়েলভে গ্রুপ ১ এর এই দুই দল মুখোমুখি হয়েছিল। এ ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠান। আঁটোসাঁটো বোলিং এ সাধ্যের মধ্যেই বেঁধে ফেলেছিল বাংলাদেশ। রোস্টন চেজের ধীরগতির ব্যাটিং এবং নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করেন। যেখানে চেজের সংগ্রহ ৪৬ বলে ৩৯ রান এবং পুরানের সংগ্রহ ২২ বলে ৪০ রান। বাংলাদেশের হয়ে মেহেদি, মুস্তাফিজুর এবং সরিফুল ২ টি করে উইকেট সংগ্রহ করেন। এ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন গেইল।
ব্যাটিংয়ে বাংলাদেশ ও খোঁড়াতে খোঁড়াতে তাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে থাকে। আজকের ম্যাচে চমক দিয়ে ওপেনিং -এ আসেন সাকিবুল হাসান। তবে ব্যাট হাতে ব্যর্থ হন। দলীয় ২১ রানে এবং ব্যক্তিগত ১২ বলে ৯ রান করে কেকেআর দলের সতীর্থ রাসেল এর বলে হোল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ২৯ রানে দ্বিতীয় ওপেনার নাইম কে হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এ জায়গা থেকে দলের হাল ধরেন লিটন দাস। তার ব্যাটে ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। তবে ১৮ তম ওভারের শেষ বলে ব্রাভোর বলে হোল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে ম্যাচটি কঠিন করে ফেলে বাংলাদেশ।
আরও পড়ুনঃ ছন্দে ফেরা ওয়ার্নারের ব্যাটে ভর করে লঙ্কা বধ অজিদের
শেষ পর্যন্ত শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ৩ রানে হার স্বীকার করে বাংলাদেশ। তবে শেষের দিকে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ ২৪ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নিকোলাস পুরান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584