অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
যখন করোনা পরিস্থিতিতে আকাশছোঁয়া ভয়ে সবাই কেঁপে উঠত ঠিক তখন কোভিড পরিস্থিতির মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ খেলে। লকডাউনের পর শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট।
সমস্ত কোভিড বিধি মেনে মাঠে নেমেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। আর শুধু ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলই নয়, খুব অল্প সময়ের নোটিসে ইংল্যান্ড সফরে গিয়েছিল স্টেফানি টেলরের ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। করোনা ভীতি দূরে ঠেলে অন্য দেশে গিয়ে সিরিজ খেলা সত্যিই সাহসের ব্যাপার। তাই তাঁদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে।
আরও পড়ুনঃ জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ ভারতের
যদিও ইংল্যান্ড ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সিরিজের ফলাফল থেকে ক্যারিবিয়ানদের স্পিরিটের প্রশংসা করছেন সকলে। থমকে থাকা ক্রিকেট আবার সচল হয়েছে এটাই ছিল বড় বিষয়। তাই ক্যারিবিয়ানদের এই পুরস্কার দেওয়া হচ্ছে সেরা স্পিরিটের পুরস্কার এদিন এক বিবৃতিতে এমসিসি চেয়ারম্যান কুমারসঙ্গাকারা এই কথা জানান ২০১৩ সালে শুরু হয় এমসিসি সেরা স্পিরিটের পুরস্কার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584