পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ পাশের হার,প্রথম পূর্ব মেদিনীপুর,দ্বিতীয় কলকাতা

0
161

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

West midnapore is the highest number percentage of pass in madhyamik
সৌগত দাস,সম্ভাব্য প্রথম।নিজস্ব চিত্র

মঙ্গলবার ২১ মে দীর্ঘ ৮৮দিন পরে এ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো।এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ২১ ও ছাত্রী ৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৭ জন। মোট পরীক্ষা কেন্দ্র ছিল ২৮৬৫ টি।

West midnapore is the highest number percentage of pass in madhyamik
সম্ভাব্য প্রথম সৌগত দাসের মার্কশিট।নিজস্ব চিত্র
West midnapore is the highest number percentage of pass in madhyamik
সম্ভাব্য দ্বিতীয় শ্রেয়সী পাল,দেবস্মিতা সাহা।নিজস্ব চিত্র

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ,যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ।গতবার ছিল ৮৫.৪৯ শতাংশ।মঙ্গলবার সকাল ৯টা থেকে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হয়।বেলা ১১ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর ফলাফল প্রকাশিত হয়েছে । নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

West midnapore is the highest number percentage of pass in madhyamik
সম্ভাব্য তৃতীয় ক্যামেলিয়া রায়।নিজস্ব চিত্র

এবছর পাশের হারে সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর৷পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা৷

মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস৷প্রাপ্ত নম্বর ৯৯.৯৪ শতাংশ৷প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় স্থানে রয়েছে দুইজন৷ ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় আলিপুরদুয়ারের ফলাকাটা হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা।

তৃতীয় স্থানে রয়েছে রায়গঞ্জ গালর্স হাইস্কুলের ক্যামেলিয়া রায়,প্রাপ্ত নম্বর ৬৮৯ ও নদিয়া শান্তিপুরের ব্রতীন মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৯৷

চতুর্থ স্থানে আলিপুরদুয়ার হাইস্কুলের অরিত্র সাহা,প্রাপ্ত নম্বর ৬৮৭।

পঞ্চম স্থানে হুগলি কলেজিয়েট স্কুলের সুকল্প দে, প্রাপ্ত নম্বর ৬৮৬ ও কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র গালর্স স্কুলের রুমানা সুলতানা,প্রাপ্ত নম্বর ৬৮৬।

ষষ্ঠ স্থানে:গোঘাট হাই স্কুলের সোহম দে, প্রাপ্ত নম্বর ৬৮৫, রামপুর হাইস্কুলের সাবর্ণী চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৮৫ ও বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের সায়ন্তিকা ঘোষ, আলিগঞ্জ ঋষি রাজনারায়ণ গালর্স হাইস্কুলের সুর্বণা সাহু ও হাওড়ার অঙ্কণ চক্রবর্তী ৷

সপ্তম স্থানে ইলাদেবী গালর্স হাইস্কুলের গায়েত্রী মোদক, প্রাপ্ত নম্বর ৬৮৪, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের অনীক চক্রবর্তী ও নদিয়ার সপ্তর্ষী দত্ত, প্রাপ্ত নম্বর ৬৮৪ ৷

অষ্টম স্থানে কোচবিহারের সীতলকুচি হাইস্কুলের সাহানা আলাম ও গঙ্গারামপুর হাইস্কুলের সায়ন্তন বসাক, বাঁকুড়া বিবেকান্দ হাইস্কুলের অর্কপ্রভ সাহা ও কৌশিক সাঁতরা।

বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের সুদীপ্তা ধওয়াল, বাঁকুড়া জেলা স্কুলের সায়ন্তন দত্ত, রামকৃষ্ণ মিশন হাইস্কুলের পৃথ্বীশ কর্মকার, আরামবাগ গার্লস হাইস্কুলের দেবলীনা দাস, বর্ধমান বিদার্থী ভবন হাইস্কুলের অয়ন্তিকা মাঝি, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের পুষ্কর ঘোষ ও আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের সেমন্তী চক্রবর্তী ৷ সকলের প্রাপ্ত নম্বর ৬৮৩৷

নবম স্থানে শালবনী হাইস্কুলের জায়েশ রায়,জলপাইগুড়ি আশালতা স্কুলের অনুষ্কা মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুলের সৌগত পাণ্ডা,বাঁকুড়া শুভদীপ কুণ্ডু ,বীরভূমের সৌকর্ষ বিশ্বাস,কাঁথি হাইস্কুলের প্রত্যুষ করণ,জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের অরুণিমা ত্রিপাঠি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অভিনন্দন জানা ও ঐকিক মাঝি৷সকলের প্রাপ্ত নম্বর ৬৮২

দশম স্থানে রায়গঞ্জ গার্সল হাইস্কুলের সঞ্চারি চক্রবর্তী, মালদহের সায়ন্তিকা দাস, রামকৃষ্ণ মিশন বাঁকুড়ার সৌধ্য হাজরা শাহি কুণ্ড, বিবেকানন্দ শিক্ষা নিকেতনের রিমা চৌধুরি, ধনিয়াখালি মহামায়া বিদ্যাপীঠের সৌম্যদীপ দত্ত, সিউড়ির অরিত্র মহড়া,মেমারির সৌম্যজিৎ ঘোষ, পশ্চিম বর্ধমানের সায়ন্তিকা রায়, ঝাড়গ্রামের শুভদীপ মাঝি, রহড়া রামকৃষ্ণ মিশনের সহেলি রায় ও দেবমাল্য সাহা, বিরাটি বিদ্যালয়ের প্রত্যুষা মজুমদার , উত্তর ২৪ পরগণার অঙ্কিতা কুণ্ডু ও যাদবপুর বিদ্যাপীঠের সোহম দাস ৷ সকলের প্রাপ্ত নম্বর ৬৮১৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here