মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পুজোর সময় সপরিবারে উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিন দশেক উত্তরবঙ্গে ছুটির মেজাজেই ছিলেন তিনি। এরপর দিল্লিতে ফিরেই অসুস্থবোধ করেন ধনখড়। শুক্রবার হঠাৎই জ্বর আসে তাঁর। শনিবার তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়।
রবিবার সেই রক্ত পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল। যেহেতু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, তাই দিল্লিতে রাজ্য সরকারের গেস্ট হাউজেই চিকিৎসা চলছিল তাঁর। সূত্রের খবর, চিকিৎসা চলা স্বত্ত্বেও তাঁর জ্বর কমে নি। তাই সোমবার জগদীপ ধনখড়কে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ ডেল্টার পর এবার AY.4.2, দেখা মিলল ভারতের ৭ জনের দেহে
দুর্গাপুজোর সপ্তমীর দিন সকালে সপরিবারে কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সেখানে প্রায় দশেক ছুটির কাটান তিনি। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে পৌঁছে মিউজিয়ামও ঘুরে দেখেন ধনখড়। কয়েকদিন আগেই বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি যান সস্ত্রীক ধনখড়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584