নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পেগাস্যাস কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার, সোমবার সাংবাদিক বৈঠক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনে থাকছেন দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। স্পাইওয়্যার ব্যবহার করে মোবাইল ফোনে অবৈধ হ্যাকিং বা রেকর্ডিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করবে কমিশন।
তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চালানোর তথ্য উঠে আসে সংবাদ মাধ্যমে। এছাড়াও বহু বিরোধী নেতা, বিশিষ্ট সাংবাদিক এমনকি আইনজীবীদের ফোনেও নজরদারি চালানোর তথ্য প্রকাশ হয়। এরপরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন এই পেগাস্যাস ইস্যুতে নিরপেক্ষ তদন্ত করানোর। সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের অধীনে চলবে এই তদন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584