শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
চিনা মাঞ্জা নিয়ে এবার রাজ্যের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৯ জুনের মধ্যে রাজ্যকে জানাতে হবে, চিনা মাঞ্জায় এতো কেন দুর্ঘটনা ঘটছে, আর তা রুখতে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য। প্রসঙ্গত, চিনা মাঞ্জায় ব্যাপকভাবে ঘটে চলা দুর্ঘটনা ও বারবার এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
গত ১৭ মে মা উড়ালপুলে চিনা মাঞ্জায় গুরুতর জখম হয়ে একজনের মৃত্যু হয়। এর আগে চিনা মাঞ্জায় একাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। মামলাকারীর আইনজীবী জানান, চিনা মাঞ্জার বাড়বাড়ন্ত শুরু হয় ২০১৭ সাল থেকে। তারপর থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে। আর রাজ্যে বেড়েই চলেছে চিনা মাঞ্জা দুর্ঘটনা।
আরও পড়ুনঃ পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে করোনা রোগীদের সঙ্গেঃ সুপ্রিম কোর্ট
চলতি বছরে প্রত্যেক মাসেই মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় চিনা মাঞ্জায় অনেকে আহত হয়। মৃত্যুও ঘটেছে একাধিক, এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখিরাও। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় প্রেক্ষিতে শুনানি হয়। ওই মামলার রাজ্য সরকারের কাছে ব্যবস়্তা জানতে চেয়ে জবাব তলব করেছেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৯ জুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584