জেরার্ড পিকে’র তাৎপর্যপূর্ণ ইঙ্গিত! মেসির ভবিষ্যৎ জানতে অপেক্ষা ফুটবল বিশ্ব

0
76

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

প্রথমে লা লিগাতে হার তারপর চ্যাম্পিয়ন্স লীগে ঐতিহাসিক বিপর্যয়। শুরু হয়ে গেছে বার্সেলোনার দলের হারের ময়না তদন্তর কাজ, কাটাছেঁড়া চলছে। গোটা দলের খোলনলচে বদলানোর দাবি উঠেছে গোটা বিশ্বের সমর্থকদের মধ্যে।

Lionel Messi | newsfront.co
সংবাদ চিত্র

স্প্যানিশ ফুটবলের খবর, সবার আগে চাকরি যাচ্ছে বার্সা কোচ সেতিয়েনের। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে ডুবে যাওয়ার পর তিনি নিজেও সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ঘনিষ্টমহলে। তবে সরকারিভাবে বার্সার তরফে কোনও ঘোষণা কেউ করে নি, না ক্লাব না কোচ।

Lionel Messi | newsfront.co
সংবাদ চিত্র

সেতিয়েন বলেছেন, ‘এই হার অত্যন্ত যন্ত্রণার। আমার থাকা বা না থাকার কথা বলার সময় এটা নয়। এটা শুধু আমার উপর নির্ভর করছে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। বরং সমর্থকদের কথা ভেবে খারাপ লাগছে। ওদের কাছে ক্ষমা চাইছি ক্লাব যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবো।‘

আরও পড়ুনঃ বায়ার্নের বর্ষণে ছারখার বার্সা ডিফেন্স, আট গোলের লজ্জায় দর্পচূর্ণ মেসিদের

Lionel Messi | newsfront.co
সংবাদ চিত্র

আগামী সপ্তাহে সরকারিভাবে ক্লাব থেকে জানানো হবে, কাদের সরানো হচ্ছে আর কাদের রাখা হচ্ছে। হারের পর মুখ লুকিয়েছেন লিওলেন মেসি। সাংবাদিক সম্মেলনেও আসেননি তিনি। এতদিন বলা হত, ‘ বন্যরা বনে সুন্দর আর মেসি ক্লাবে’ সেই প্রবাদও এখন মিথ্যে হচ্ছে।

আরও পড়ুনঃ রঞ্জিতে যুবরাজকে মাঠে ফেরার অনুরোধ পাঞ্জাবের

সাংবাদিক সম্মেলনে এসেছিলেন জেরার্ড পিকে। তিনি জানান, ‘নতুনদের জন্য যদি কাউকে জায়গা ছাড়তে হয়, তা হলে আমি সবার আগে ক্লাব ছেড়ে দেব।‘ ইঙ্গিত তাৎপর্যপূর্ণ। এবার দেখার শুধু কোচের চাকরি যায় না আরও কারোর! মেসির ভবিষ্যতই বা কি ! জানার অপেক্ষাতে ফুটবল বিশ্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here