হোয়াটসঅ্যাপ পেমেন্ট পরিষেবার ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার দাবি মানলো না NPCI, শুধুই দ্বিগুণ হল সীমা

0
73

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

হোয়াটসঅ্যাপ পেমেন্ট পরিষেবার ক্ষেত্রে মিললো নয়া অনুমোদন। ভারতে এর আগে ২০ মিলিয়ন ব্যাবহারকারীকে এই পরিষেবা দেওয়ার সরকারি অনুমোদন পেয়েছিল সংস্থা, এখন তা বাড়িয়ে দ্বিগুণ করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে ভারতে ৪০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে ‘পেমেন্ট’ পরিষেবা দিতে পারবে তারা। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে এমনটাই।

whatsapp pay

হোয়াটসঅ্যাপের অনুরোধ ছিল ভারতে তাদের পেমেন্ট পরিষেবা ব্যবহারকারীদের কোনও সীমা যাতে বেঁধে দেওয়া না হয়। কিন্তু ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে ২০ মিলিয়নের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দ্বিগুণ করার অনুমতি দেওয়া হচ্ছে তাদের।

ভারতে ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়নেরও বেশি, কিন্তু পেমেন্ট পরিষেবার ক্ষেত্রে এভাবে ঊর্ধ্বসীমা বেঁধে দিলে ক্ষতিগ্রস্ত হতে পারে সংস্থার বৃদ্ধি কারণ ভারত এই সংস্থার বৃহত্তম বাজার, এমনটাই জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ সূত্রে। তার ওপর এই নতুন অনুমোদন কবে থেকে কার্যকর করা যাবে তাও NPCI স্পষ্টভাবে জানায়নি।

আরও পড়ুনঃ ভুয়ো ও বিদ্বেষমূলক খবর সম্প্রচারের জেরে NBDSA -এর কড়া নির্দেশের মুখে জি নিউজ ও সুধীর চৌধুরী

ভারতের ডিজিটাল লেনদেনের বাজারে Alphabet Inc-এর Google Pay, SoftBank- এবং Ant গ্রুপ-সমর্থিত Paytm এবং Walmart-এর PhonePe-এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ‘হোয়াটসঅ্যাপ পেমেন্ট’। NPCI গত বছর হোয়াটসঅ্যাপকে পেমেন্ট পরিষেবা শুরু করার অনুমোদন দেয়।

আরও পড়ুনঃ শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

ইতিমধ্যে কেন্দ্রের নীতি অনুযায়ী ‘ডেটা স্টোরেজ’ সংক্রান্ত যাবতীয় বিধি মেনে নেয় সংস্থা। তারপরেও অন্যান্য ডিজিটাল লেনদেন সংস্থার মত পেমেন্ট পরিষেবা ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা না পাওয়ায় কিছুটা অখুশীই হয়েছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here