নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন সদস্যের পাঠানো কোনও আপত্তিজনক পোস্টের জন্য গ্রুপের অ্যাডমিন দায়বদ্ধ নয়। এমনই রায় দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। ৩৩ বছর বয়সী এক যুবকের তরুণের বিরুদ্ধে দায়ের হওয়া একটি যৌন হেনস্থার মামলার শুনানিতে এই কথা বলে আদালত।
বিচারপতি জেডএ হক এবং এবি বোরকারের ডিভিশন বেঞ্চ এদিন জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন অ্যাডমিন কাউকে গ্রুপে যোগ করা বা গ্রুপ থেকে বের করা, খুব বেশি এতটাই করতে পারেন। কোন পোস্ট রেগুলেট করা বা সেন্সর করা তাঁর ক্ষমতার মধ্যে থাকে না।
আরও পড়ুনঃ করোনা বিধ্বস্ত ভারতের পাশে গুগলের সিইও সুন্দর পিচাই
এই মামলায় তরুণের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তাঁর গ্রুপের এক সদস্য মহিলাদের অসম্মান করে পোস্ট করেছে। সেই মামলায় তরুণকেও অভিযুক্ত করা হয়েছিল। তার পাল্টা মামলা করেন তরুণ বম্বে হাইকোর্টে।
অভিযোগকারী বলেন , যে ব্যক্তি মহিলাদের অসম্মান করে পোস্ট করেছে, তাকে গ্রুপ থেকে বের করা হয়নি বা পোস্ট সরানো হয়নি, এমনকি ক্ষমা চাইতেও বলা হয়নি।
তবে এদিন হাইকোর্ট বলে, কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল পোস্ট হলে সেই গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। এরপর মামলাকারী তরুণের বিরুদ্ধে পুলিশের এফআইআর তুলে নেওয়র নির্দেশ দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584