নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লকডাউনের সময়ে দুঃস্থ শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়ে নজির তৈরি করেছে। কর্মহীন শ্রমিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য তারা একটি আলাদা তহবিল বানিয়েছেন।
‘শহরনামা’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপটি লকডাউনের শুরু থেকেই ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা শুরু করেছে। এটি এমন একটি গ্রুপ যেখানে ইসলামপুরের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। যেমন শহরের চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, আলোকচিত্র, যন্ত্র সঙ্গীত শিল্পী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন এই গ্রুপে। এর আগে এই গ্রুপ থেকেই দুঃস্থ ও অসহায় পড়ুয়াদের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজস্থান থেকে ফেরত এল ৫৮ জন ছাত্রছাত্রী
‘শহরনামা’ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৭০ জনের বেশি শ্রমিকদের এই তহবিল থেকে আর্থিক ভাবে সহায়তা করা হয়েছে। কোনও কোনও শ্রমিকের অ্যাকাউন্টে অর্থ টান্সফার করা হয়েছে আবার কোন শ্রমিকের হাতে টাকা সরাসরি তুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কাজ চলবে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584