নয়া পলিসির জেরে বন্ধ হতে পারে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

whatsapp | newsfront.co

নতুন বছর পড়তেই নয়া পলিসি আনল হোয়াটস অ্যাপ। অ্যাকাউন্ট সক্রিয় রাখতে গেলে বিনা শর্তেই সেই প্রাইভেসি পলিসি ইউজারদের মেনে নিতে হবে। সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা না হলেও, জানা গিয়েছে পলিসি ‘অ্যাক্সেপ্ট’ না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। মঙ্গলবার গভীর রাত থেকে গ্রাহকদের এ বিষয়ে নোটিফিকেশনও পাঠাতে শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুনঃ দামের নয়া রেকর্ড গড়ল পেট্রল, আরও দামী ডিজেলও

ব্যবহারকারীদের এই নতুন নীতি গ্রহণের জন্য ফেব্রুয়ারী পর্যন্ত সময় দিয়েছে হোয়াটসঅ্যাপ। এই সময়ের মধ্যেই পলিসি গ্রহণ করতে হবে, তা না হলেই ডিলিট হবে আপনার অ্যাকাউন্ট। নয়া পলিসিতে হোয়াটসঅ্যাপ আপডেট করার সময় তাতে কিছু জিনিস লেখা আসবে, তা ঠিকমতো পড়ে নেওয়া সকলের জন্য ভীষণ জরুরি। যদিও বিকল্প কোনও অপশন নেই। উল্লেখ্য, চলতি বছরে বেশ কিছু ফোনে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। তালিকায় রয়েছে এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস, মোটরওয়ালা ড্রয়েড রেজার, স্যামসং গ্যালাক্সি এসটু। যদি এখনও এগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করে তবে যে কোনও দিন আর কাজ নাও করতে পারে হোয়াটসঅ্যাপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here