নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বছর দুয়েক ধরেই চলছিল প্রস্তুতি। অবশেষে সরকারের থেকে আনুষ্ঠানিক ভাবে হোয়াটস অ্যাপে পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল মার্ক জুকারবার্গের সংস্থা। ‘হোয়াটস অ্যাপ পে’ অ্যাপের মাধ্যমে এবার থেকে টাকা ট্রান্সফার করার সুবিধা পাবেন সকল ভারতবাসী।
অ্যান্ড্রয়েড ও আইওসে ডাউনলোড করা যাচ্ছে ‘হোয়াটস অ্যাপ পে’ অ্যাপটি। এই অ্যাপকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিল নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল পেমেন্টেস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। তবে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপকে নিজেদের পেমেন্ট অ্যাপকে দেশের মানুষের কাছে নিয়ে যেতে বলেছে সরকার।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নয়া ফিচার, মুছে যাবে সাতদিনের আনরিড মেসেজ
প্রাথমিক ভাবে দুই কোটি মানুষ হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারবেন। দেশে প্রায় ৪০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারক আছেন। দশটি আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করতে পারবেন ‘হোয়াটস অ্যাপ পে’। তবে ইউপিআই সাপোর্ট করে ব্যাঙ্কে ডেবিট কার্ড লাগবে গ্রাহকদের এই পরিষেবা ব্যবহার করার জন্য।
মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে বলেন যে তারা এনপিসিআই-এর সঙ্গে একযোগে কাজ করছিলেন, যারা নিশ্চিত করে সবকিছু নিরাপদ ও বিশ্বাসযোগ্য যাতে হয়। ইউপিআই ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ পে যাতে অন্য অ্যাপ ব্যবহার করা লোকজনও এখানে টাকা পাঠাতে পারেন, বলে জানান জুকারবার্গ। সংস্থাগুলি যাতে গ্রাহকদের ভালো সুবিধা দিতে পারে, তার দিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান মার্ক জুকারবার্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584