শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্যানেলের আজকের বিষয় ‘হোয়াটসঅ্যাপ স্নুপিং’

0
38

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কংগ্রেসের শশী থারুরের নেতৃত্বে একটি সংসদীয় কমিটি আজ হোয়াটসঅ্যাপ এর স্নুপিং ইস্যুটি পরীক্ষা করবে, যেখানে স্নুপিং এর মতো ঘটনাগুলির প্রতিরোধে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে ৩১ জন সদস্য শীর্ষ সরকারী কর্মকর্তাদের কাছে বিশদ তথ্য চেয়েছেন।

whatsapp snooping | newsfront.co
সংবাদ চিত্র

সূত্রের খবর, ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মের আইনজীবী ও কর্মকর্তাদেরও তাদের হিসেব নিকেশ বোঝানোর জন্যও এই বৈঠকে তাদের ডাক পড়েছে।

কিছুদিন আগে হোয়াটস্অ্যাপ জানায়, একটি ইজরায়েলি স্পাইওয়্যার হোয়াটস্‌অ্যাপের সাহায্যে ১২০ জন ভারতীয় সাংবাদিক ও সমাজকর্মীর ফোন হ্যাক করে, তাদের সমস্ত ব্যক্তিগত তথ্য অন্য একটি সংস্থাকে পাচার করছিল।

আরও পড়ুনঃ একই দিনে জেলায় মুখ্যমন্ত্রী-রাজ্যপালের আগমন

ইজরায়েলি স্পাইওয়্যার ‘পেগাসাস’ ও এই ধরনের অন্যান্য স্পাইওয়্যারের মাথা এনএসও কোম্পানি যদিও এই অভিযোগ অস্বীকার করেছিল। কিন্তু অন্যন্য সূত্র থেকে খবর পাওয়া গিয়েছিল যে, পেগাসাস যে কোনও ব্যক্তির ফোন বা অন্য ডিভাইস এ ইন্সটলড্‌ হয়ে সেই সংস্থকে জরুরী ও ব্যক্তিগত তথ্য পাঠাতো।

কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রফুল প্যাটেল– বেশ কয়েকজন নেতাকর্মী এবং তিন বিরোধী নেতা অভিযোগ করেছেন যে তাদের ফোন ট্যাপ করা হয়েছে।

আরও পড়ুনঃ বাজেটে জট, মার্চের মধ্যে না মিলতেও পারে অনুমোদন

সরকারকে মিথ্যা বলার অভিযোগ তুলে কংগ্রেস বলেছিল যে হোয়াটসঅ্যাপ মে মাসে সরকারকে সতর্ক করেছিল। কংগ্রেসের রণদীপ সুরজওয়ালা বলেছেন, “রবিশঙ্কর প্রসাদ একবারও বলেননি যে সরকার সচেতন ছিল, এই বিষয়ে কোনও পিআইবি প্রেস বিজ্ঞপ্তি ছিল না।”

সরকারী সূত্রগুলি অবশ্য এই দাবিগুলিকে অস্বীকার করে বলেছে যে হোয়াটসঅ্যাপ তাদের মে মাসে ‘প্রযুক্তিগত জারগন’ এ তাদের অ্যাপের দুর্বলতা সম্পর্কে অবহিত করেনি। পাশাপাশি পেগাসাস স্পাইওয়্যার এবং ভারতীয় ‘টার্গেট ইউসার’ সম্পর্কেও কোনও সতর্কীকরণ বার্তা দেয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here