হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নয়া ফিচার, মুছে যাবে সাতদিনের আনরিড মেসেজ

0
84

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে এল বিশ্বের প্রথম সারিতে থাকা জনপ্রিয় মেসেজ অ্যাপ হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে নতুন এই ফিচার চালু করে রাখলে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজ সাতদিনের বেশি থাকবে না। সাতদিন হয়ে গেলে আপনা থেকেই মুছে যাবে।

WhatsApp | newsfront.co

যদিও এই সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন না ব্যবহারকারীরা৷ এই ফিচার সুবিধা পেতে সেটিংসে গিয়ে নতুন এই ফিচারটি অন করতে হবে। তবে তার আগে প্রাপ্ত মেসেজের ক্ষেত্রে এই ফিচার কাজ করবে না। আগের মেসেজগুলো আগের মতোই থেকে যাবে।

ফরওয়ার্ডেড মেসেজের ক্ষেত্রেও কাজ করবে না হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার। পাশাপাশি কারও যদি হোয়াটসঅ্যাপের সেটিংসে মিডিয়া ‘অটো ডাউনলোড’ অপশন অন থাকে বা নিয়মিত ব্যাকআপ হয় সেক্ষেত্রেও কাজে আসবে না এই ফিচার।

আরও পড়ুনঃ পুরানো টাইম টেবল মেনে বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন

এছাড়া, নতুন ফিচার প্রসঙ্গে হোয়াটস অ্যাপ জানিয়েছে, মেসেজের জবাব দেওয়ার সময় আগের মেসেজটি কোট হয়ে যায়। এক্ষেত্রে এই ধরনের মেসেজের কেউ জবাব দিলে, সাতদিন পরও চ্যাটে থেকে যাবে কোটেড টেক্সটি। ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমতো ফিচারটি অন–অফ করতে পারেন।

তবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কেবল অ্যাডমিনই সেটি অন বা অফ করে রাখতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবহারকারী যদি এই প্ল্যাটফর্মটি সাতদিনের মধ্যে না খোলেন, তা হলে নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে মেসেজগুলি। তবে প্রিভিউ দেখা যাবে নোটিফিকেশন বারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here