রাজ্যের কর্মীরা আদালতের দিকে তাকিয়ে,কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা

0
201

ওয়েবডেস্কঃ

মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকার বলে কলকাতা ডিভিশন বেঞ্চে আগে রায় দিলেও রাজ্যের পুনর্বিবেচনার আবেদনে সাড়া দিয়ে শুনানি শেষ হয়েছে।এখন অপেক্ষা রায় ঘোষণার। তাই রাজ্য সরকারি কর্মচারীরা আদালতের দিকে তাকিয়ে যখন দুশ্চিন্তায় মগ্ন, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর।

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা।আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার  সিদ্ধান্তের পর অর্থমন্ত্রী অরুণ জেটলি মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা ৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। আজকের ঘোষণার পর সেটা বৃদ্ধি পেয়ে ১২ শতাংশে দাঁড়াবে। জানা গেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীরা  ২০১৮সালের  ১লা জানুয়ারি থেকেই এই সিদ্ধান্তের সুবিধা পাবেন। এর ফলে প্রায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সুবিধা পাবেন। এর জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে কেন্দ্র সরকারের।

তবে ভোটের আগে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার ফলে পশ্চিমবঙ্গ  সরকার যথেষ্ট চাপে পড়বে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। কারণ পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এ নিয়ে আন্দোলনও হয়েছে প্রচুর। এমনকি জল আদালত পর্যন্ত গড়িয়েছে। তার উপর বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে এসে ঘোষণা করেছিলেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে তারা প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের ব্যবস্থা ও মহার্ঘ ভাতার বৈষম্য দূর করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here