পূর্বস্থলীতে তপশিলি উপজাতিদের সাদা শূকর বিতরণ

0
147

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

শুক্রবার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের নসিপুর গ্রামের ফার্ম থেকে সাদা শূকর বিতরণ করা হয়েছে।

সাদা শূকর বিতরণ করা হচ্ছে। নিজস্ব চিত্র

এদিন দশজন তপশিলি উপজাতির  মধ্যে এই সাদা শূকর বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তার পরিতোষ হালদার, কর্মদক্ষ রঞ্জিত দে, ভেটেনারি  অফিসার অমল ব্যানার্জি, আতমা প্রকল্পের সন্দীপ মন্ডল প্রমুখ।

সাদা শূকরের বাচ্চা। নিজস্ব চিত্র

এদিন বগপুর ও শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন তপশিলি উপজাতিরা এই সাদা শূকর পেয়েছেন। মালতি মুরমু, সোনালি সরস্বতী, মেখলা হেমব্রম প্রমুখরা জানিয়েছেন যে তারা এই ধরনের শূকর পালনের মধ্যে দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। আগামী ছয় মাসের মধ্যে এই সাদা শূকরগুলো ৩০ থেকে ১০০ কেজি পর্যন্ত হবে। এরপরে খুব কম সময়ের মধ্যে অধিক লাভ করতে পারবেন বেনিফিশিয়ারি মানুষজন।

সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বালা ও পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে আমরা ব্লক জুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যেমন গো-পালন, হাঁস-মুরগী পালন সহ তপশিলি উপজাতির মধ্যেও সাদা শূকর পালনের মধ্যে দিয়ে  আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ অনেক আগেই নিয়েছি। আমাদের এই কাজ ধারাবাহিকভাবে চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here