করোনা আত্মপ্রকাশের বর্ষপূর্তিতে টিকার ন্যায্য বণ্টনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার দাপট ক্রমশ বাড়ছে। খোঁজ মিলেছে নয়া করোনা স্ট্রেনেরও। যার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। এহেন পরিস্থিতির কথা মাথায় রেখেই করোনাভাইরাসের টিকার বিশ্বব্যাপী ন্যায্য বণ্টনের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস।

Tedros Adhanom | newsfront.co
টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। ফাইল চিত্র

চীনে করোনার প্রথম ঘটনা প্রকাশের এক বছর উপলক্ষে বুধবার এক ভিডিওবার্তায় এমন আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। রয়টার্স সূত্রে জানা যায় যে টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, বিশ্বের যেকোনো জায়গায় ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।

বিশ্বে টিকার সঠিক বণ্টনের উদ্যোগে কোভ্যাক্সের জন্য ৪ বিলিয়ন ডলার অর্থ চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তিনি বলেন, ‘নতুন বছরে এই চ্যালেঞ্জের কথা আমাদের বলতে হবে।’

আরও পড়ুনঃ লন্ডন ফেরত যুবকের সংস্পর্শে ৫৯০ জন, রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, করোনা মহামারির লাগাম টানতে করোনাভাইরাসের এই টিকা বড় ধরনের আশা দিচ্ছে। কিন্তু বিশ্বকে রক্ষায় সব জায়গায় ঝুঁকিতে থাকা সব মানুষ যাতে করেনার টিকা পায়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। যে দেশগুলোর টিকা কেনার সক্ষমতা আছে, শুধু সেখানেই টিকা দিলে হবে না।

আরও পড়ুনঃ করোনার নয়া স্ট্রেন নিয়ে বাড়ছে উদ্বেগ, বাড়ল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা বন্ধের মেয়াদ

কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে বিশ্বে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২ কোটি এবং মৃত্যু সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে রাশিয়া ও চীন তাদের নিজস্ব টিকা গণহারে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সংস্থা ফাইজারের টিকার প্রয়োগও শুরু করেছে বেশ কয়েকটি দেশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here