ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনা প্রতিরোধে ভ্যাকসিন ককটেল বা মিশ্র টিকার পক্ষে বিজ্ঞানীদের এক বড় অংশ সওয়াল করলেও, এই প্রবণতাকে একেবারেই সমর্থন করলেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।
সোমবার করোনা টিকা সম্পর্কিত একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সৌম্যা স্বামীনাথন, সেখানেই মিশ্র টিকা নিয়ে তাঁর অভিমত জানিয়েছেন সৌম্যা। তিনি বলেন, মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাই নিশ্চিত ভাবেই টিকার মিশ্র ডোজ বেশি কার্যকরী সেকথা বলা যাবে না। বরং গবেষণার এই স্তর থেকেই যদি মিশ্র টিকা নেওয়ার প্রবণতা তৈরি হয় তা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে।
অন্যদিকে, জার্মানি ও ইউরোপের বেশ কিছু দেশ ইতিমধ্যেই মিশ্র টিকা নেওয়ায় নিয়ম শুরু করেছে। নাগরিকদের সাহস জোগাতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল নিজে দুবার দুটি ভিন্ন টিকা নিয়েছেন। মিশ্র টিকার কার্যকারিতা নিয়ে বিশ্ব জুড়েই গবেষণা চলছে। বিজ্ঞানীদের একাংশ বলছেন মিশ্র টিকার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
আরও পড়ুনঃ বেজোসের আগেই মহাকাশে পা আরেক বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসনের, জানালেন মহাশূন্যের অভিজ্ঞতা
ভারতে এইমস হাসপাতালের প্রধান রণদীপ গুলেরিয়া ও মিশ্র টিকা ব্যবহারের একেবারে বিপক্ষে যাননি। তবে এবিষয়ে এখনো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন এমনটাই বলেছেন তিনি। ভারতে এই মুহূর্তে করোনার তিনটি টিকা ব্যবহার করা হচ্ছে, সেগুলি হলো কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। তবে ভবিষ্যতে মিশ্র টিকা দেওয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত এখনো সরকারি স্তরে নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584