হিন্দি না বুঝলে সভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ আয়ুষ সচিবের

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

যাঁরা হিন্দি বোঝেন না তাঁরা বেরিয়ে যান, মন্তব্য করেন আয়ুষ সচিব। তীব্র নিন্দায় সরব কানিমোঝি ও কার্তি চিদাম্বরম। আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা এক ভার্চুয়াল ট্রেনিং সেশনের শুরুতেই বলে ওঠেন যাঁরা হিন্দি বোঝেন না বা বলতে পারেন না তাঁরা যাতে মিটিং ছেড়ে বেরিয়ে যান।

Baidya Rajesh Kotecha | | newsfront.co
বৈদ্য রাজেশ কোটেচা। সংবাদ চিত্র

অহিন্দিভাষী সকলেই স্তম্ভিত হয়ে যান মিটিং- এর শুরুতে এই কথা শুনে। ডিএমকে সাংসদ কানিমোঝি আয়ুষ সচিবকে সাসপেন্ড করার দাবি তুলেছেন। তিনি বলেন হিন্দি আগ্রাসনের যথেষ্ট নিদর্শন এই মন্তব্য।

সরকারের উচিত এই মুহূর্তে আয়ুষ সচিবের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, ওনাকে সাসপেন্ড করা। উনি ইংরাজি বলতে পারেন না সেটা সমস্যা নয় কিন্তু অহিন্দিভাষীদের প্রতি এই ঔদ্ধত্য দেখানোর কোনো অধিকার ওনার নেই।

আরও পড়ুনঃ ২বছরের মধ্যে করোনামুক্ত হবে পৃথিবী, আশাবাদী হু

কানিমঝি বলেন কিছুদিন আগেই একই ধরনের ঘটনা ঘটে তাঁর সাথে, এয়ারপোর্টে এক সিআইএসএফ আধিকারিক তাঁকে বলেন যে হিন্দি বা ইংরাজি ছাড়া অন্য কোন ভাষায় তিনি অভ্যস্ত নন, সেই আধিকারিকের বিরুদ্ধে সিআইএসএফ ব্যবস্থা নিয়েছে। এক্ষেত্রেও স্পষ্টভাবে তামিলনাড়ুর ডেলিগেটদের অপমান করেছেন আয়ুষ সচিব তাঁর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। এই হিন্দি আগ্রাসন তাঁরা মানবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here