নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাষ্ট্রসংঘে ‘কোভ্যাক্সিন’ সরবরাহে স্থগিতাদেশ জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খোদ WHO-এর জারি করা স্থগিতাদেশের ফলে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন প্রশ্নের মুখে। শুধু স্থগিতাদেশ দিয়েই থেমে থাকেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইতিমধ্যেই যেসব দেশে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই কোভিড টিকা সরবরাহ করা হয়েছে সেই দেশ গুলিকেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
শনিবার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে WHO; তাতে বলা হয়েছে রাষ্ট্রসংঘের এজেন্সিগুলিকে আপাতত ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। টিকা সংক্রান্ত কিছু ত্রুটি তাদের নজরে এসেছে। তবে ঠিক কি ত্রুটি তা স্পষ্ট করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-এর এই নির্দেশের জেরে যেসমস্ত গরীব দেশে রাষ্ট্রসংঘ কোভাক্সিন সরবরাহ করতো তা আপাতত বন্ধ থাকছে।
আরও পড়ুনঃ Covid Restrictions Withdrawn: ১ এপ্রিল থেকে রাজ্যে আর থাকছে না কোভিড বিধি, নির্দেশিকা জারি নবান্নের
স্বাভাবিক ভাবেই খোদ WHO-এর এই নির্দেশিকা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। কোভ্যাক্সিন আদৌ নিরাপদ কিনা সে প্রশ্নই উঠে আসছে সব থেকে আগে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে কোভ্যাক্সিনের গুণমান বা সুরক্ষা নিয়ে তাঁদের কোনও সংশয় নেই। ভারত বায়োটেকও বিবৃতি জারি করে জানিয়েছে তাদের তৈরি কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সবই যদি ঠিক থাকে তাহলে খোদ WHO কেন জারি করলো এই স্থগিতাদেশ!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584