ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা আক্রান্ত রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন’ সংক্ষেপে হু(WHO)।
#BREAKING WHO suspends trial of hydroxychloroquine as COVID-19 treatment over safety concerns pic.twitter.com/96SrmMykVy
— AFP news agency (@AFP) May 25, 2020
সোমবার হু এর তরফ থেকে গাব্রিয়েসুস এই নিষেধাজ্ঞা জারি করেন বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে।
হৃদস্পন্দনের অস্বাভাবিকতার জন্য আগেই মার্কিন মেডিসিন সংস্থা এফডিএ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সতর্ক করে ।
হু(WHO) এর তরফে গ্ৰাব্রিয়েসুস জানান যে কোভিড১৯ উপশমে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ কতটা নিরাপদ তা নিয়ে পর্যালোচনা চলছে।তাই আপাতত করোনা আক্রান্ত রোগীদের উপর পরীক্ষামূলক হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার স্থগিত রাখা হলো।
সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে তিনি নিয়মিতই হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছেন। এছাড়াও করোনার লড়াইয়ে অনেক ফ্রন্টলাইন কর্মীও ওষুধটি নিয়মিত ব্যবহার করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584