কোভিড-১৯ এখনও অনেকদূর যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
95

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে জেরবার গোটা বিশ্ব। দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। যার কারণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশে চলছে লকডাউন। কার্যত স্তব্ধ জনজীবন। এরই মধ্যে আরও একবার সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনা নামক মারণ ব্যাধি থেকে এখনই নিস্তার নেই। এখনও অনেক অপেক্ষা করতে হবে। এ বিপদ এত সহজে কাটার নয়।

Tedros Ghebreyesus | newsfront.co
টেড্রোস ঘেব্রেয়েসাস। ফাইল চিত্র

কোভিড-১৯-এর এখনও শক্তিক্ষয় হয়নি। বিশ্বব্যাপী লকডাউন তুলে দেওয়ার তাড়াহুড়োর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এখনই ভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটিতে গিয়ে ঠেকেছে। সংক্রমণে মৃত্যু পাঁচ লাখের বেশি। ইতিমধ্যেই সংক্রমণের দ্বিতীয় ধাক্কা দেখা গেছে চিনে। চিন করোনা ভাইরাসের বিপদ নিয়ে হু-কে সতর্ক করেছিল ঠিক ছ’মাস আগে। তারপর বহু ঢিলেমির অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ শাঁখা, সিঁদুর না পরার অর্থ বউ বিয়ে মানে না, জানাল গুয়াহাটি হাইকোর্ট

আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির জেরে করোনা আজ মহামারির আকার নিয়েছে।
“করোনা মহামারী এখনও থামেনি। ভাইরাস নির্মূল হওয়ার আশাও দেখা যাচ্ছে না। সংক্রমণের সন্দেহে থাকা মানুষের সংখ্যাই বেশি। কাজেই এই ভাইরাস এখনও অনেক দূর যেতে পারে,” এমনই শঙ্কার কথা বললেন হু-এর প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসাস।

আরও পড়ুনঃ ফের জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

তবে তাঁর বক্তব্য, ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন চলে এলে কিছুটা হলেও এই সংক্রমণের মোকাবিলা করা যাবে। কোভিড ভ্যাকসিনের গবেষণা তাই জোরকদমে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হু-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ”আমরা সবাই চাই, এটা শেষ হোক। আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কিন্তু কঠিন বাস্তব হল, করোনা বিদায় নেওয়ার ধারেকাছেও নেই। কয়েকটা দেশ ভালভাবে প্রতিরোধ করলেও এই মহামারি আরও ছড়িয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষেরই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ভাইরাসটি নতুন নতুন জায়গায় ছড়ানোর সম্ভাবনাও প্রবল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here