আগামী দিনে করোনা পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হবে, সতর্কবার্তা হু-এর

0
257

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভুল সিদ্ধান্ত নিচ্ছে বহু দেশ। করোনা মোকাবিলায় অনেক দেশই সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এর ফল ভয়ঙ্কর হতে চলেছে। ক্রমশই জটিল হচ্ছে বিশ্বের করোনা পরিস্থিতি। সোমবারই ১ কোটি ৩০ লক্ষ পৌঁছেছে আক্রান্তের সংখ্যা। গত পাঁচদিনে লক্ষাধিক আক্রান্ত হয়েছে গোটা বিশ্বে। এর মধ্যেই করোনা ইস্যুতে সমস্ত দেশের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস।

WHO director | newsfront.co
টেড্রস আধানম ঘেব্রেইসাস। ফাইল চিত্র

হু কর্তা বলেন, “করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আগের পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা কম। যদি আগামী দিনে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। হু কর্তা আরও বলেন যে, করোনা মহামারী ঠেকাতে যে প্রাথমিক বিষয়গুলো মেনে চলা উচিত তা করছে না অনেক দেশই। কিছু দেশ ভুল পথে হাঁটছে। যে কারণে ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বর্তমানে মানুষের একমাত্র শত্রু হয়ে উঠেছে এই ভাইরাস।”

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের বিপাকে ফেলে চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষার আয়োজন করা যাবে না, জানাল রাজ্য

কোভিড-১৯ থেকে যে এখনই নিস্তার নেই সে বিষয়ে আগেই সতর্ক করেছিল হু। এবার আরও বড় বিপদের ইঙ্গিত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল যে বিশ্বের কয়েকটি দেশে করোনা এমন ভাবে ছড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়ানক হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও সরব হয়েছে মার্কিন মুলুক। তাঁদের দাবি হু সময়মতো সঠিক পদক্ষেপ নিতে পারেনি, চিনের তাবেদারি করেছে।

আরও পড়ুনঃ লাগামছাড়া করোনা, দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯ লক্ষের বেশি

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানায় যে, আমেরিকা সহ বেশ কিছু দেশ করোনা নিয়ে গুরুত্ব দেয়নি। বিশ্বে করোনা সংক্রমণ ১ কোটি ৩২ লক্ষে পৌঁছেছে। সাড়ে ছ’মাসে ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষের। প্রায় প্রতিদিনই লাখের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছে।

বিশ্বে সবচেয়ে কঠিন পরিস্থিতি আমেরিকাতেই। ৩৩ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here