অবসর নিচ্ছেন ডিজি বীরেন্দ্র, উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে

0
64

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আজ, মঙ্গলবারই অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। এরপর নতুন ডিজি কে হবে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। দু’মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদের জন্য বেশ কয়েকজন সিনিয়র অফিসারের নাম পাঠানো হয়েছিল দিল্লিতে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের পাঠানো ওই তালিকা থেকে ডিজি পদের জন্য কাউকেই বাছাই করে দেয়নি কেন্দ্র। কেন্দ্রের এই উদাসীনতায় স্বাভাবিকভাবেই বিরক্ত নবান্ন।

DG Virendra
রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

মঙ্গলবারই রাজ্য পুলিশের ডিজি পদে অবসর নিচ্ছেন বীরেন্দ্র। নিয়ম অনুযায়ী, ৩ মাস আগে সিনিয়র অফিসারদের নামের তালিকা পাঠাতে হয় রাজ্যকে। যদিও দু’মাস আগে তালিকা পাঠায় রাজ্য।৩০ বছর কাজের অভিজ্ঞতা আছে এমন অফিসারদের নামই পাঠানো হয়েছিল। সেখান থেকে তিনজন অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি কমিটির। সেখান থেকেই বেছে নিতে হয় রাজ্য সরকারকে। কিন্তু সেই তিনজন অফিসারের নাম এখনও আসেনি রাজ্যের কাছে।

আরও পড়ুনঃ কন্যাশ্রী, রূপশ্রীর পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য, রাজ্যের আর্থিক সহায়তায় এগিয়ে আসছে বিশ্ব ব্যাঙ্ক

নানা মহলের জল্পনা অনুযায়ী, নতুন ডিজি পদে আসতে পারেন ১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালবীয়। প্রসঙ্গত, রাজ্যের পাঠানো তালিকায় মনোজ মালবীয় ছাড়াও ১৯৮৭ ব্যাচের অফিসার নীরজনয়ন পাণ্ডে, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহের অফিসারদের রয়েছে।

আরও পড়ুনঃ উপাচার্য ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী, বন্ধ করে দেওয়া হল ভর্তি প্রক্রিয়া

সূত্রের খবর, দিল্লি যদি রাজ্য পুলিশের ডিজি পদে বাছাই করা অফিসারদের নামের তালিকা পাঠায় ও সেই তালিকার সঙ্গে যদি রাজ্যের এই সিদ্ধান্ত না মেলে, তাহলে মনোজ মালবীয়কেই ডিজি করার পক্ষে সওয়াল করতে পারে রাজ্য। তবে নবান্নের অনেকেরই অনুমান, মনোজ মালবীয় প্রবীণতম অফিসার। তাই তালিকায় তাঁর নাম থাকার সম্ভাবনা প্রবল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here