ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা নিয়ে ঘেব্রেইয়েসাসের নয়া বিবৃতিতে করোনা ভবিষ্যত নিয়ে নতুন করে জল্পনা বিশ্ব জুড়ে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসাস জানান,”বিশ্বাস করুন, এখনও সবচেয়ে ভয়ংকর অবস্থা আমরা দেখিনি। আসুন এই ট্র্যাজেডিকে রোখার চেষ্টা করা যাক। এ এমন এক ভাইরাস যা প্রচুর মানুষ এখনও বুঝেই উঠতে পারছেন না।” তাঁর এই বিবৃতির পরেই করোনার ভবিষ্যত নিয়ে নতুন জল্পনা দেশে দেশে।
এই মুহূর্তে গোটা পৃথিবী জেরে করোনার বলি প্রায় ১৭০০০০ মানুষ। আক্রান্ত ২৫ লাখের কাছাকাছি। পৃথিবীর বেশ কিছু দেশ প্রথম থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৎপরতার অভাব নিয়ে প্রশ্ন তোলে।
"This virus is dangerous. It exploits cracks between us."@DrTedros of @WHO calls for "national unity" in the fight against the coronavirus pic.twitter.com/9li4VZ5HPf
— QuickTake by Bloomberg (@QuickTake) April 20, 2020
মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি চিনের প্রতি পক্ষপাতের অভিযোগ করে হু এর উপর। গত সপ্তাহে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনিয়োগ বন্ধের ঘোষণা জানায়। এই সোমবার হু প্রধানের এই বিবৃতির পিছনে অনেকে মার্কিন ভীতি দেখতে পাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584