ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বিশ্বব্যাপী করোনা তাণ্ডবে কাঁচা তেলের দাম অপ্রত্যাশিতভাবে কমে গেছে। কিন্তু ভারতে তেলের দাম এত কেন-জিজ্ঞাসা করে টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
दुनिया में कच्चे तेल की क़ीमतें अप्रत्याशित आँकड़ो पे आ गिरी हैं, फिर भी हमारे देश में पेट्रोल ₹69, डीज़ल ₹62 प्रति लीटर क्यों? इस विपदा में जो दाम घटे, सो अच्छा। कब सुनेगी ये सरकार? pic.twitter.com/DUSIiVZbka
— Rahul Gandhi (@RahulGandhi) April 21, 2020
তিনি টুইটারে লেখেন, “বিশ্বব্যাপী কাচা তেলের দাম অপ্রত্যাশিতভাবে কমেছে, তবুও আমাদের দেশে লিটার প্রতি পেট্রোল ৬৯ টাকা ও ডিজেল ৬২ টাকা কেন? এই বিপদের সময় যা দাম কমে সেটাই ভালো। এই সরকার কবে শুনবে?”
আরও পড়ুন:ইতিহাসে প্রথমবার তেলের দাম শূন্যের নিচে
উল্লেখ্য,বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডবে তেলের চাহিদা অস্বাভাবিক ভাবে কমে যাওয়ায় আমেরিকায় তেলের দাম শূন্যের নিচে চলে যায় । এমনকি এমন অবস্থা তেলের ভান্ডার খালি করার জন্য ক্রেতাকে তেলের পাশাপাশি কিছু ডলার দেওয়ার মতন পরিস্থিতি দাঁড়ায়।
সোমবার আমেরিকার বাজারে ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে মাইনাস ৩৭.৬৩ ডলারে দাঁড়ায়। যদিও মঙ্গলবার এই দাম কিছুটা বেড়েছে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584