নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার মন্তব্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যম উত্তাল কিন্তু দেশে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, কৃষকদের সমস্যা এসব সংবাদ মাধ্যমের কাছে গৌণ হয়ে গিয়েছে।

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এক অ্যাডভাইসারি নোটে সমস্ত সংবাদমাধ্যমকে সাংবাদিক সুলভ আচরণের কথা মনে করিয়ে দিয়েছেন। জুন মাসে বলিউড অভিনেতা মারা যাবার পর সমস্ত রকম মিডিয়া থেকে কোভিড১৯ মহামারির কারণে দেশে ঠিক কি কি সমস্যা রয়েছে, পরিযায়ী শ্রমিকরা কি অবস্থায় আছেন , কৃষকদের দুর্দশা এইসব হারিয়ে গেছে। সংবাদ মাধ্যমের প্রতিটি ক্ষেত্রে চর্চার প্রধান বিষয় হয়ে উঠেছে সুশান্ত সিং রাজপুত।
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গা: দেবাঙ্গনা কলিতার জামিন মঞ্জুর
শুধু ওয়েবে জুন মাসে সুশান্ত সিং রাজপুত সম্পর্কিত ৬৬,৩১২ টি খবর হয়েছে যেখানে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ১০, ৭৪০ টি এবং দেশের কৃষক সমস্যা নিয়ে মাত্র ৩,৩৭১ টি খবর দেখা গেছে। পরবর্তী কালে সুশান্ত সিং রাজপুত সবসময় শিরোনামে অন্যান্য সংবাদ তাঁর আড়ালে হারিয়ে যেতে বসেছে। সংবাদমাধ্যমের মূল ভূমিকা সংবাদমাধ্যম পালন করতে ভুলে যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584