শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মানিকতলা দমকল কেন্দ্রের এক আধিকারিকের স্ত্রী কলকাতা মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত ছিলেন। এই মুহূর্তে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।এদিন ওই আধিকারিক অফিসে এলে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা ভেতরে ছিলেন, তারা বাইরে বেরিয়ে আসেন। আর যারা বাইরে ছিলেন তারা বাইরেই দাঁড়িয়ে থাকেন।ঘটনার জেরে হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হয় ওই দমকল কেন্দ্রের ৩২ জন কর্মীকে। দমকল কেন্দ্রে এই ধরনের ঘটনা প্রথম।

প্রসঙ্গত, কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসক, নার্স এবং রোগী মিলিয়ে করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। এদের মধ্যে রয়েছেন মানিকতলার এই দমকল কেন্দ্রের এক আধিকারিকের স্ত্রীও। দিন কয়েক আগে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এই মুহূর্তে তার বিপদ সীমা কেটে গিয়েছে। যদিও তার সংস্পর্শে থাকা তার স্বামীকে ওই দমকল আধিকারিককে সন্দেহের বাইরে রাখতে পারছেন না দমকল কর্মীরা।
আরও পড়ুনঃ কেন ফিরিয়েছিল হাসপাতাল! উত্তর পাওয়ার পূর্বেই মৃত্যু পুলিশ অফিসারের
দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই দমকল কেন্দ্রের ৩২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কিন্তু ওই কেন্দ্রের কাজ চালু রাখার জন্য অন্যান্য কেন্দ্র থেকে কিছু কিছু কর্মী এনে কাজ চালানো হচ্ছে। কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে মাস্ক-স্যানিটাইজার ইত্যাদি পর্যাপ্ত পরিমাণেই দেওয়া হচ্ছে। আশা করা যায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584