জঙ্গী সন্দেহে ধৃত আব্দুল বারির স্ত্রী জানেই না স্বামী জেহাদি

0
445

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

Abdul Bari 2 | newsfront.co
ধৃত আব্দুল বারি।ফাইল চিত্র

জামাত-উল-মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য অভিযোগে ধৃত উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কাশিমপুরের বাসিন্দা আবদুল বারির পরিবার বিশ্বাসই করতে পারছেন না এমন কাজের সাথে যুক্ত তাদের ঘরের ছেলে।

wife of Abdul Bari | newsfront.co
চোখের জলই সম্বল যার এখন!ধৃত আব্দুল বারির স্ত্রী।নিজস্ব চিত্র

এস টি এফের জালে ধরা পরার খবর পেয়ে শোকে মুহ্যমান ধৃত আবদুল বারির স্ত্রী। খবর ছড়িয়ে পড়তেই কাশিমপুর গ্রামে দেখা দিয়েছে চাপা আতঙ্ক।

নিষিদ্ধ জেএমবি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে অভিযুক্ত দুই জনকে মঙ্গলবার মালদার সামসি থেকে গ্রেপ্তার করে এস টি এফ। ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায়।

ধৃতদের মধ্যে একজনের নাম আবদুল বারি। আবদুল বারি ইটাহার থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা। আবদুল ইটাহারে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করত।

mother of Abdul Bari | newsfront.co
ধৃত আব্দুল বারির মা। নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ প্রায় ৯ দিন ধরে নিখোঁজ ছিল আবদুল বারি।

Missing diary of Abdul Bari | newsfront.co
নিখোঁজ ডাইরি। নিজস্ব চিত্র

পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল।
কিন্তু আবদুল বারি ও তার সঙ্গি নিজামুদ্দিন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের এই দুই বাসিন্দা।

আদতে বহুদিন থেকেই জঙ্গি সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।

resident of Abdul Bari | newsfront.co
আনসারুল হক,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

সূত্রের খবর, জামাত-উল- মুজাহিদিনের আমের সালাউদ্দিনের কাছ থেকে নির্দেশ এসেছিল উত্তর দিনাজপুর জেলায় মডিউল তৈরি করার। এই মফিউলের সাথে যোগাযোগ রাখত জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার আমের ইজাজও।

উত্তর দিনাজপুরের এই মডিউলের দুই পান্ডা হল ইটাহারের আবদুল বারি ও নিজামুদ্দিন। এলাকার টার্গেট করা যুবকদের জেহাদের দাওয়াত দিয়ে তাদের মগজ ধোলাই করে তাদের জঙ্গির খাতায় নাম লেখাত আবদুল বারি ও নিজামুদ্দিন।

এদিকে স্বামী আবদুল বারি যে এতবড় একটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থেকে গোপনে এইসব কাজ করছে তার বিন্দুবিসর্গ জানতে পারেননি তার পরিবারের লোকেরা।

আরও পড়ুনঃ কোলাঘাটে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

uncle of Abdul Bari | newsfront.co
মোসারফ হোসেন,ধৃতের মামা।নিজস্ব চিত্র

ধৃত জঙ্গি আবদুল বারির মামা মোসারফ হোসেন বলেন, আমরা কোনও কিছুই জানতে পারিনি। আমাদের বিশ্বাস হচ্ছেনা আবদুল বারি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হতে পারে। আবদুল বারিকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে বলে দাবি পরিবারের লোকেদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here