নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ছাত্রনেতা আনিস খান খুন হয়েছেন এমনটা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। আনিসের পরিবার এখনো সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিবিআই তদন্তের দাবি তুলেছেন ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রীও।
বুধবার প্রথমে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তারপরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক করে জানান যে, “আনিস খান মার্ডার কেস”-এ এই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করার কথা। আনিসের পরিবারের পাশাপাশি এবার সিবিআই-কে দিয়ে তদন্ত করার দাবি তুললেন এদিন গ্রেপ্তার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি। স্বামীর গ্রেপ্তারের খবর শুনে তিনি বলেন, ‘‘আমার স্বামীকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে। সিবিআই তদন্ত করলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে। আসল দোষী করা তাও জানা যাবে।“
রাখি বেরা দাবি করছেন, পুলিশের ওপরতলার আধিকারিকদের নির্দেশ ছাড়া তাঁর স্বামীর মতো নিচুতলার কর্মীরা কোন তল্লাশিতে যেতেই পারেন না। রাখির দাবি, এটি আদৌ খুনের ঘটনা কিনা সে সত্যও সামনে আনা হোক। সামগ্রিক ভাবে স্বামীর গ্রেপ্তারের পরে তিনিও দাবি তুলেছেন সিবিআই তদন্তের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584