মুক্তির দাবিতে নবান্নের সামনে অনশনে বসতে চলেছেন বলবিন্দর সিংয়ের স্ত্রী-সন্তান

0
82

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানের দিনে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত বলবিন্দর সিং। এবার মুক্তির দাবিতে শনিবার থেকে অনশনে বসতে চলেছেন তিনি। শুধু তাই নয় তাঁর মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নের সামনে অনশনে বসতে চলেছেন বলবিন্দরের স্ত্রী করমজিৎ কৌর ও তাঁর ছেলে হর্ষবীর। শুক্রবারই নিজেদের এই পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁরা।

Balwind Singh's son | newsfront.co
বলবিন্দর সিংয়ের স্ত্রী-পুত্র

গত ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের দিনে আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের হাতে ধরা পড়েন বিজেপির রাজ্য যুব মোর্চার নেতা প্রিয়াংশু পাণ্ডের ব্যক্তিগত দেহরক্ষী তথা প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিং।

পুলিশ জানিয়েছে, বলবিন্দরের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার মধ্যেই সীমাবদ্ধ। তাঁর মুক্তির দাবিতে হাওড়া থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন দিল্লির শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিংহ সিরসার নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ মর্যাদা পুনরুদ্ধারে নয়া জোট উপত্যকায়

পুলিশের বিরুদ্ধে বলবিন্দর সিংকে নিগ্রহের অভিযোগ জানান তাঁরা। সেই সঙ্গেই বলবিন্দরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বৈধতা সর্বভারতীয় বলেও জানান তাঁরা।

গত বৃহস্পতিবার রাতে হাওড়া সিটি পুলিশ সোশ্যাল মিডিয়ায় বলবিন্দরের অস্ত্রের লাইসেন্সের বৈধতা সংক্রান্ত নথির ছবি প্রকাশ করে জানায় সেই লাইসেন্স সর্বভারতীয় নয়, সেই লাইসেন্স শুধুমাত্র রাজৌরি জেলাতেই সীমাবদ্ধ।

আরও পড়ুনঃ নিজের প্যাঁচে এবার রাজ্যপাল নিজেই! ‘আরএসএস সুধীর’ চিঠি দেখিয়ে পালটা আক্রমণে তৃণমূল

এদিকে, শুক্রবার সকালে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে নিজের অনশনে বসার কথা নিজের মুখেই জানান বলবিন্দর। তিনি বলেন, শনিবার বেলা বারোটা থেকে তিনি খাওয়া বন্ধ করে দেবেন।

এদিন এক ভিডিও বার্তায় বলবিন্দরের স্ত্রী করমজিৎ বলেন, “আমার স্বামী নির্দোষ। তাঁকে পুলিশ মুক্তি না দিলে আমি, আমার ছেলেকে নিয়ে শনিবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নের সামনে অনশন শুরু করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here