শ্যামল রায়,বর্ধমানঃস্ত্রীর নামে স্বামী একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অপমানে আত্মঘাতী হলেন স্ত্রী। আউসগ্রাম থানার পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মীর রসবা (৪৬)।বাড়ি আউসগ্রাম থানার অধীন ভোতা গ্রামে।
জানা গিয়েছে যে তার স্বামী মীর শরিফ একটি বাড়ি তৈরি করবার জন্য বেসরকারি ব্যাংক থেকে লোন নেয়।ঋণ নিয়েছিল তার স্ত্রী মীর রসবার নামে।লোনের পরিমাণ ছিল প্রায় ২ লক্ষ টাকা।দীর্ঘদিন ধরে লোনের টাকা পরিশোধ না করতে পারায় চরম ভাবে অপমান হয়রানির শিকার হতে হচ্ছিল ওই মহিলাকে।অনাদায়ী আদায়ে বহুবার ব্যাংক থেকে তাগাদা করা হয়েছিল গ্রহীতা ওই মহিলাকে।আর এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত।সোমবার রাতে অশান্তি চরম আকার ধারণ করে।
ওই মহিলা রাতেই কীটনাশক খায়। দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মঙ্গলবার সকাল দশটা নাগাদ মৃত্যু হয় মীররসবার।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584