গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
গতিবিধির ওপর নজর রাখতে একটি বুনো হাতিকে পরানো হল রেডিও কলার। সোমবার চাপরামারি বনাঞ্চলের শিবচু বিটে হাতিটিকে রেডিও কলার পরান বনকর্মীরা।এর আগে গতবছর একটি হাতিকে সেন্সর প্রযুক্তি নির্ভর ওই কলার পরানো হয়েছিল। এনিয়ে গরুমারা ডিভিশনে মোট দুটি হাতিকে পরানো হল রেডিও কলার।
ডিএফও নিশা গোস্বামী বলেন, ‘এতে হাতির পালের গতিবিধি আগাম বোঝা যায়। লোকালয়ে ঢোকার আগেই বনকর্মীরা পদক্ষেপ নিতে পারেন।’বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি স্ত্রী হাতিকে রেডিও কলার পরানোর জন্য বেঁছে নেওয়া হয়েছিল।
দুটি কুনকি হাতির সাহায্যে ঘুমপাড়ানি গুলি ছুড়ে অচেতন করার পর ওই কলারটি পরানো হয়। উল্লেখ্য, উত্তরবঙ্গে নেপাল সীমান্তের মেচি থেকে অসম সীমান্তের সংকোষ পর্যন্ত এলাকা হাতিদের করিডোর হিসেবে পরিচিত।
আরও পড়ুনঃ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার ঘিরে বিতর্ক
যাযাবর প্রকৃতির হাতির একাধিক পাল দলবদ্ধভাবে ওই রুট ধরেই যাতায়াত করে। পথে বিভিন্ন জঙ্গলে ঠাঁই নিয়ে আশপাশের লোকালয়ে হানা দেয়। যে হাতিকে রেডিও কলার পরানো হয় সেন্সরের সিগন্যালিং ব্যবস্থার বার্তার মাধ্যমে সেটির গতিবিধি সম্পর্কে বন দফতর ওয়াকিবহাল থাকতে পারে।
ফলে বোঝা সম্ভব হয় গোটা পালটির গতিবিধি সম্পর্কেও।এদিন রেডিও কলার পরানোর সময় গরুমারার ডিএফও নিশা গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন চালসা রেঞ্জের শিবচুর বিটের বনকর্মীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584