টানা চার দিন ধরে বিধ্বংসী আগুনে পুড়ছে স্পেনের আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল

0
39

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বিধ্বংসী দাবানলের কবলে দক্ষিণ-পূর্ব স্পেনের আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। টানা চার দিন ধরে পুড়ছে স্পেনের ওই বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে শুক্রবার মৃত্যু হয়েছে ৪৪ বছর বয়সি এক দমকলকর্মীর। এরপর দাবানলের আগুন নেভানোর জন্য রবিবার সেনা নামাতে বাধ্য হয়েছে প্রশাসন।

Spain Wildfire
সৌজন্যেঃ রয়টার্স

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখনও পর্যন্ত প্রায় ৬,০০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভাবে যদি আগুন জ্বলতে থাকে তাহলে আগামী কয়েক দিনে বনভূমির সংখ্যাটা দ্বিগুণ হতে পারে। বিধ্বংসী দাবানলের কারণে বনভূমির আশপাশের শহর থেকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হয়েছে কমপক্ষে দু’হাজার জনকে।

আরও পড়ুনঃ করোনায় মৃতদেহের সার্টিফিকেট নিয়ে নয়া গাইডলাইন ইস্যু কেন্দ্রের

রবিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্তীর্ণ বনাঞ্চল এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় জুব্রিক শহর থেকে প্রায় ৫০০ অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। একই ভাবে পর্যটনের জন্য বিখ্যাত শহর এস্তেপনা থেকে সরানো হয়েছে এক হাজার জন বাসিন্দাকেও। তবে ঠিক কীভাবে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানান আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here