নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বন্যপ্রাণ সংরক্ষণে এবার আরও উদ্যোগী পশ্চিমবঙ্গ বন বিভাগ। পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জঙ্গল বাসীদের কাছে মূল সমস্যা হাতির হানা। চলতি মরসুমে হাতির হানায় প্রাণ গিয়েছে নিরীহ গ্রামবাসী সহ বনোকর্মীদেরও।কিন্তু দাঁতাল কিংবা রেসিডেন্সিয়াল হাতির মোকাবিলায় সেভাবে সফলতা পায়নি বনদফতর।তাই এবার বিশ্ব প্রাণী সংস্থা ডাবলু ডাবলু এফ এর সহযোগিতায় হাতি ও মানুষের সহাবস্থানের ওপর কর্মশালার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর বনদফতর।উপস্থিত ছিলেন মুখ্য বনপাল শক্তি সংকর দে সহ দফতরের একাধিক আধিকারিক।
রীতিমত তথ্য পরিসংখ্যান তুলে ধরে কিভাবে হাতি তথা বন্যপ্রাণের সঙ্গে মানুষের সংঘাত এড়ানো যাবে এই নিয়েই এই কর্মশালায় আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্য বনপাল।মেদিনীপুরের গোপগড়ে বনদফতরের পক্ষ থেকে যখন হাতি সংরক্ষণ করার বিষয়ে আলোচনাসভা চলছে ঠিক সেই সময়েই পশ্চিম মেদিনীপুর চাঁদড়া রেঞ্জের,ধেড়ুয়া বিটের অন্তর্গত গাড়রা গ্রামে আজ সকালে হাতির হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। বনদফতর সুত্রে জানা গেছে,আজ সকালে জঙ্গলে ছাতু তুলতে গিয়ে গৌরীবালা মাহাতো(৪৫) নামে মহিলা হাতির সামনে পড়ে যান।হাতি তাকে শুঁড়ে তুলে আছাড় দেয়।ঘটনাস্থলেই মহিলা মারা যান।এখনও মৃতেরদেহ উদ্ধার করা যায় নি। তবে বনদফতরে কর্মীরা ঘটনাস্থলেই পৌঁছেছে।
আরও পড়ুনঃ টিউশনি শেষে বিদ্যালয়ে আসতে দেরি,গেটে তালা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584