ওয়েবডেস্কঃ
লোকসভা নির্বাচনে যদি আপনি ভোট না দেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা জরিমানা বাবদ কেটে নেওয়া হবে । এমন একটি খবরই ভাইরাল হয়ে পড়েছে। এই খবর সামনে আসার পরে আতঙ্কিত হয়েছে বহু মানুষ। ভাবছেন এ আবার কেমন আজগুবি নিয়ম রে বাবা?
তবে আসুন জেনে নিই আসল সত্যিটা কী ?
সত্যিটা হলো দুটি দৈনিক হিন্দি পত্রিকা নবভারত টাইমস ও মারাঠি লোকমত গতকাল একটি ফটো সহকারে অন্যান্য খবরের সাথে এই খবর ছাপায় । যেখানে বলা হয় লোকসভা নির্বাচনে ভোট না দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা জরিমানা বাবদ কেটে নেওয়া হবে ।
উল্লেখ্য, এই খবর ছড়ানোর আসল উদ্দেশ্য সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করা । যদিও এটি একটি গুজব খবর।
যেমন করে এপ্রিল মাসের ১ লা এপ্রিল মজাদার গুজব খবরের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে আনন্দ দেওয়া হয় । এটিও ঠিক এই জাতীয় একটি খবর যেখানে তাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করা । তবে ভোট দানে উৎসাহিত করতে গিয়ে দেশের নির্বাচনের মতো এরকম একটা গুরুগম্ভীর ব্যাপার কে নিয়ে তামাশা করাটা নিছকই নির্বুদ্ধিতা বলে অনেকেই মনে করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584