২১-র নির্বাচনে কী রাজনীতিতে রজনীকান্ত? তুঙ্গে জল্পনা

0
110

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রজনীকান্তকে মুখ্যমন্ত্রী দেখার দাবি তুলে অনেক দিন আগে থেকেই তামিলনাড়ুর বিভিন্ন শহরে পোস্টার পড়তে শুরু করেছে, তাঁদের বিশ্বাস একমাত্র রজনীকান্ত-ই পারবেন রাজ্যে পরিবর্তন আনতে। রজনী মাক্কাল মান্দ্রামের সদস্যদের এখন একটাই কথা, আন্নাকে তাঁরা মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান। ভক্তদের বহু অনুরোধ সত্ত্বেও এই দক্ষিণী সুপারস্টারের রাজনৈতিক পদক্ষেপ কী হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না কারুরই।

rajinikanth | newsfront.co
রজনীকান্ত। ফাইল চিত্র

অবশেষে সোমবার রজনীকান্ত সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত কি নিতে চলেছেন সে বিষয়ে শীঘ্রই জানাবেন তিনি। এদিন তিনি রজনী মাক্কাল মান্দ্রাম সংগঠনের সঙ্গে প্রায় চার ঘণ্টা টানা বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশে জানান, তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে তা শীঘ্রই সংবাদ মাধ্যমকে জানাবেন তিনি। এবং এদিনের বৈঠকে জেলা সম্পাদকদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। দলের জেলা সম্পাদক তাঁকে আশবস্ত করেছেন যেকোন সিদ্ধান্তেই তিনি রজনীকান্তের পাশে থাকবেন।

আরও পড়ুনঃ ‘ইতিহাস না জেনে রাজনীতি উচিত নয়’, অভিষেককে আক্রমণ সোমেন পুত্র রোহনের

ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার চেন্নাইয়ের রাঘবেন্দ্র হলে সংগঠনের মোট ৫২জন নেতৃবৃন্দ ও জেলা সম্পাদকদের সঙ্গে এই রুদ্ধদ্বার হয়, সেখানে অভিনেতা জানতে চান, কেন তাঁরা চান যে রজনীকান্ত রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিন! সোমবারের বৈঠক থেকে আন্দাজ করা যাচ্ছে, ২০২১ সালের নির্বাচনের আগেই এবার সক্রিয়ভাবে দক্ষিণী রাজনীতিতে পা রাখতে চলেছেন রজনীকান্ত। তবে অভিনেতার শারীরিক পরিস্থিতির কারণে কিঞ্চিৎ সংশয় থেকেই যাচ্ছে এই বিষয়ে।

কিছুদিন আগে রজনীকান্তের নামে একটি চিঠি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, যা থেকে জানা গিয়েছিল তাঁর শারীরিক পরিস্থিতি ঠিক না থাকায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি রাজনৈতিক জগতে পা রাখতে পারবেন না। যদিও পরে জানা যায় এই চিঠি রজনীকান্তের নিজের নয়। ভক্তদের দাবি মেনে এবার বোধহয় সব জল্পনার নিরসন ঘটিয়ে ‘আন্না’ খোদ শীঘ্র স্বতন্ত্র দল ঘোষণা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here