শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর মদের দোকান খোলা পেয়ে এক মুহুর্ত সুযোগ নষ্ট করতে চাননি সুরা প্রেমীরা। আর তাদের এই উন্মাদনাতেই মদের দোকান খোলার পর তৈরি হল ফের নতুন রেকর্ড। আবগারি দফতরের হিসেব বলছে, মদের দোকান খোলার প্রথম ১০ ঘন্টার মধ্যেই ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে সোমবার ৪০ কোটি টাকা এবং মঙ্গলবার ৬৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, রাজ্য সরকার মদের মাধ্যমে ১৬-১৭ হাজার কোটি টাকা প্রতি বছর আয় করে। কিন্তু গত ৪০ দিনের লকডাউনে উৎপাদন শিল্প সম্পূর্ণ বন্ধ থাকার কারণে একেবারেই ভেঙে পড়েছিল রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো। এদিকে করোনা সংক্রমণের জেরে স্বাস্থ্য পরিকাঠামোয় বিপুল ব্যয় হচ্ছে রাজ্যের। আর মদের দোকান খুলতেই কয়েক ঘন্টাতেই চাঙ্গা হয়ে উঠল বাংলার অর্থনীতি। মাত্র ১০ ঘণ্টাতেই ১০০ কোটি টাকার মদ বিক্রি হল বাংলায়।
আরও পড়ুনঃ সীমান্ত বাণিজ্যে বাধা, মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের
সোমবার বিকেল ৩টে থেকে মদ বিক্রি শুরু হয়। এরপর, মঙ্গলবার বেলা ১২টা থেকে ৭ ঘণ্টার জন্য খোলে মদের দোকান। এছাড়াও রয়েছে মদের অনলাইন বুকিং এবং হোম ডেলিভারি। সব মিলিয়ে মদ বিক্রেতা রিটেলার ও হোলসেলারদের মতে, ৪০ দিনের ক্ষতি পূরণ করে দিয়েছে গত দু’দিনের ব্যবসা। কলকাতার কোনও কোনও দোকানে একদিনে ৮ থেকে ৯ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।
মদের ওপর ৩০ শতাংশ কর চাপানোতেও বিন্দুমাত্র উন্মাদনা কমেনি। সূত্রের খবর, পূর্ব ভারতের মধ্যে মদের সবচেয়ে চাহিদা পশ্চিমবঙ্গে। রাজ্যে ৪৩.৫ শতাংশ মানুষ মদ্যপায়ী, এমনটাই বলছে আবগারি দফতরের একটি রিপোর্ট। তাই এই উন্মাদনা যদি ৭ দিনও বেশি মাত্রায় থাকে, তাহলে রাজ্যের ভাঁড়ার অনেক ফুলে-ফেঁপে ওঠার সম্ভাবনা বলে মত বিশেষজ্ঞদের।
জানা গিয়েছে, দেরি করে নির্দেশ আসার কারণে সোমবার কলকাতা এবং হাওড়ার অনেকগুলি আউটলেটগুলি খুলতে পারেননি দোকানদাররা। রাজ্যে ২৫০০ মদের দোকানের মধ্যে সোমবার ১৫০০ এবং মঙ্গলবার ১৮০০ টি মদের দোকান খুলেছে।কলকাতার আউটলেটগুলির বেশিরভাগ মধ্য ও দক্ষিণ কলকাতার। তবে তাতে মদের ব্যবসায় প্রভাব পড়েনি। কম দোকান খোলায় বেশি পরিমাণে ব্যবসা হয়েছে বলে মত আবগারি কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584